প্রতি বছরের ন্যায় উল্লাপাড়ায় পত্রিকা হকারদের মধ্যে শীতবস্ত বিতরণ করলেন মেয়র এস.এম. নজরুল ইসলাম। শনিবার সকালে মেয়রের নিজস্ব অর্থায়নে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে হকারদের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম বলেন, পত্রিকার হকাররা প্রতিদিন নতুন নতুন সংবাদ শুনিয়ে মানুষকে খুশি করেন। কিন্তু তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। তাদের এই দুঃখ ও কষ্টের কথা চিন্তা শীতার্ত হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যানোর মধ্যে বক্তব্য মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল, যুবলীগ নেতা আল হেলাল রতন, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান শাওন, মোঃ আহাদ সরকারসহ অন্যান্যরা।
মুজিব বর্ষ উপলক্ষে নিজস্ব উদ্যোগে প্রায় পঞ্চাশ জন হকারদের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করেন।