শিরোনাম
উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ। ডিমলায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ।
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি। / ২২৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত রাজশাহী বিভাগ) এস,এম, কামাল হোসেন।

সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী পরিষদ সদস্য ও স্থানীয় এমপি মেরিনা জাহান কবিতা, আব্দুল আওয়াল শামীম, পারভীন জামান কল্পনা, আবু ইউসুফ সূর্য, অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি, অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এস,এম, কামাল হোসেন বলেন, ফেব্রুয়ারী মাস ভাষার মাস। ভাষা আন্দোলনই ছিল স্বাধীনতার প্রথম বীজ বপণ। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি তখন দেশে-বিদেশে লবিষ্ট নিয়োগ করে আওয়ামীলীগকে ক্ষমতাচ্যুত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম, স্বপন সরকার ও মহির উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ডেলিকেট ও কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে স্থানীয় রবীন্দ্র কাচারি বাড়ি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।পরে

শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের নির্বাচনে জয়ী হন নবনির্বাচিত সভাপতি চয়ন ইসলাম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর