সিলেটের কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী বড়খেওড় গ্রামে গত ৩১ জানুয়ারি দিনে দুপুরে মুখোশপরা দুর্বৃত্তদের হাতে নির্মম ভামে নিহত ফরিদ উদ্দিন হত্যাকান্ডের ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে নিহত ফরিদ উদ্দিনের পিতা রফিক উদ্দিন বাদী হয়ে ৭জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
থানার মামলা নং-৩, তাং-২/২/২২ইং। তবে এ লৌহমর্ষক হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন, মামলা আসামীদের গ্রেফতার করতে পুলিশ সহ অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে প্রকাশ্যে নিমর্ম ভাবে হত্যাকান্ডের শিকার ফরিদ উদ্দিনের খুনিদের এবং সম্প্রতি সময়ে লক্ষীপ্রসাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় হামলার শিকার সাংবাদিক আব্দুর রব, কলেজ শিক্ষার্থী আশিক উদ্দিন মামলার আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় স্থানীয় মমতাজগঞ্জ সুরতুননেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এলাকায় একের পর এক সন্ত্রাসী ও অপরাধ মূলক কর্মকান্ড সংঘটিত হচ্ছে। কিন্তু অপরাধীরা গ্রেফতার না হওয়ায় এধরনের ঘটনা বার বার ঘটছে। যার কারনে সাধারন মানুষ একধরনের নিরাপত্তাহীনতায় ভোগছেন।
এসব অপরাধ মূলক কান্ডের মদদদাতা, পৃষ্টপোষক ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা। বক্তারা বলে, সর্ব শেষ গত ৩১ জানুয়ারি সন্ত্রাসীরা পৈশাচিক কায়দায় দুথপা বিচ্ছিন্ন করে নৃশংস ভাবে হত্যার শিকার ফরিদ উদ্দিনের খুনিদের দ্রুত গ্রেফতার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানান। সেই সাথে সম্প্রতি সময়ে হামলাকারীদের হাতে পৃথক ভাবে নিহত নজরুল ইসলাম নজু, গুরুতর আহত স্থানীয় সাংবাদিক আব্দুর রব ও কানাইঘাট সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী আশিক উদ্দিনের মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান বক্তারা।
সমাজসেবী আলা উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও আজিজুল আম্বিয়ার পরিচালনায় প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের সদস্য আলমাছ উদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির বর্তমান চেয়ারম্যান ডাঃ ফয়েজ উদ্দিন, নবনিবার্চিত চেয়ারম্যান তমিজ উদ্দিন, নিহতের পিতা রফিক উদ্দিন, সেলিম চৌধুরী, সাবেক ছাত্রনেতা তারেক হাসান চৌধুরী, ইউপি সদস্য ফখরুল ইসলাম, নুরুল ইসলাম, মাওলানা মারুফ আহমদ সহ অর্ধশতাধিক ব্যক্তিবর্গ।