তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় চোলাই মদসহ সিআর মামলার পলাতক ৪জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার(২ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,উপজেলার কলমা ইউপির গৌরাঙ্গপুর গ্রামের মৃত সুরাই হেমরমের পুত্র নুকুল হেমরম(৩৮),মৃত রুপাই হেমরমের পুত্র বলরাম হেমরম(৬০)কে ১০ লিটার দেশীয় চুলাই মদসহ গ্রেফতার করা হয়।
এছাড়া সিআর মামলার পলাতক আসামিরা হলেন, কলমা ইউপির চোরখৈল পুরাতন গ্রামের আব্দুল কাসেমের স্ত্রী মতিজান বিবি ও সাজাপ্রাপ্ত আসামি রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র রাশিদুল আলম।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় দেশীয় চোলাই মদের ব্যবসা চালিয়ে আসছিলো। জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।