বাগেরহাটের চিতলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির ৫ম বার্ষিকী সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মুকুল কিশোর মজুমদারকে সভাপতি ও মো: ইব্রাহীম ফকিরকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) চিতলমারী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির অস্থায়ী কার্যালয়ে বিকাল ৩টায় মো: দাউদুল ইসলাম লিন্টু খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিতলমারী স: প্রা: বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি এম এ হামিদ। উক্ত সম্মেলনে খড়িয়া-আরুলিয়া স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল কিশোর মজুমদারকে সভাপতি ও দক্ষিণ শিবপুর স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহিম ফকিরকে সাধারন সম্পাদক, মো: নজরুল ইসলামকে সি: সহ-সভাপতি, মো: আবুল বাসারকে সি: যুগ্ম সাধারন সম্পাদক, মো: শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, মো: মোজাহিদুর রহমানকে দপ্তর সম্পাদক, হিমাংশু হালদারকে কোষাধ্যক্ষ, মো: মাসুদ আলমকে তথ্য ও প্রচার সম্পাদক, অজিউর রহমানকে কাব/স্কাউট বিষয়ক সম্পাদক, শংকর কুমার মন্ডলকে ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, তারাপদ বিশ্বাসকে সমবায় সম্পাদক, কাজল হালদারকে মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত করে মোট ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।