হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উওম কুমার দাসের নেতৃত্বে এসআই বাবুল চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ বুধবার গভীর রাতে উপজেলার দেবপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে এলজিইডি পাকা রাস্তায় পাশে অভিযান পরিচালনা করে ৩০ বোতল মদসহ উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলিনগর গ্রামের মৃত আয়দর আলীর ছেলে অলি আহম্মদ ((৪৫)এবং একই গ্রামের মৃত এনু মিয়ার ছেলে সিরাজ আলি (৪৩)কে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
Post Views: 187