রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০২ অপরাহ্ন

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের চেয়ার নির্বাচিত বাংলাদেশী রাবাব ফাতিমা।

নিজস্ব প্রতিবেদক। / ১৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

জাতিসংঘ শান্তি বিনির্মাণ বা পিসবিল্ডিং কমিশনের চেয়ার নির্বাচিত বাংলাদেশ। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে এই প্রথমবারের মতো কোনো নারী চেয়ার পেল পিসবিল্ডিং।

মঙ্গলবার (১ জানুয়ারি) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

টুইটে জাতিসংঘের স্থায়ী মিশন জানায়,পিসবিল্ডিং কমিশনের চেয়ার নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। চলতি বছর বাংলাদেশ উত্তরণে থাকা দেশগুলোর প্রতি পিসবিল্ডিংয়ের সমর্থন জোরদারের পাশাপাশি কোভিড-১৯ পুনরুদ্ধার, পার্টনারশিপ, ইউএন সিস্টেম-ওয়াইড সমন্বয়, উব্লিউপিএস, ওয়াইপিএস ও ইনস্টিটিউশান বিল্ডিংকে অগ্রাধিকার দেওয়া অব্যাহত রাখবে।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এক বছরের জন্য পিসবিল্ডিং কমিশনের চেয়ারের দায়িত্ব পালন করবেন। এর আগে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি থাকাকালে ২০১২ সালে পিসবিল্ডিং কমিশনের চেয়ার নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে পিসবিল্ডিং কমিশনের চেয়ার ছিলেন। বর্তমান নির্বাচিত চেয়ার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এ পদের দায়িত্ব পেলেন।

২০০৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের যৌথ রেজ্যুলেশনের মাধ্যমে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে পিসবিল্ডিং কমিশন গঠন করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর