সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ ইং সনের নবনির্বাচিত কার্যনির্বাহী ১৭ সদস্য বিশিষ্ট কমিটির শপথ অনুষ্ঠান সিরাজগঞ্জ বার কাউন্সিল ভবনের নিচতলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটি মধ্যে সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব গোলাম মোহাম্মদ-সাধারণ সম্পাদক আব্দুর রউফ পান্না সহ ১৭ পদের মধ্যে ১২ পদে আওয়ামীপন্থী আইনজীবীরা জয়লাভ করেছেন। বাকি পাঁচটি পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিতরা।
মঙ্গলবার (১ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী কার্যালয়ের হলরুমে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার এ্যাড: মীর রুহুল আমিন বাবু।
অনুষ্ঠানে উপস্হি’ত ছিলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আব্দুর রহমান, আওয়ামীলীগের মহিলা বিয়ষক সম্পাদক এ্যাডঃ কাজী সেলিনা পারভীন পান্না প্রমূখ।
উল্লেখ্য জেলা আইনজীবী সমিতির কার্য নিবার্হী নির্বাচন ২০২২-২০২৩ মঙ্গলবার ভোর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট রজব আলী সরকার।
এর আগে সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননার পর ফলাফলে আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- সভাপতি পদে এ্যাডভোকেট আলহাজ্ব গোলাম মোহাম্মদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, সহ-সভাপতি এ্যাডভোকেট মো. লুৎফর রহমান ও এ্যাডভোকেট আব্দুল লতিফ সরকার, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শহিদুল ইসলাম লিটন, গ্রš’াগারিক সম্পাদক এ্যাডভোকেট মো. শাহ আলম, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, হিসাব নিরীক্ষক এ্যাডভোকেট গোলাপ হোসেন, সহকারী হিসাব রক্ষক এ্যাডভোকেট দ্বীপ ভাস্কর ঘোষ। এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন, এ্যাডভোকেট হেদায়েতুল ইসলাম, এ্যাডভোকেট আব্দুর রউফ রাজা, এ্যাডভোকেট কামরুজ্জামান খোকন।
বিএনপির বিজয়ীরা হলেন,সহকারী-গ্রন্ত্রারিকগারিক এ্যাডভোকেট নাদিম ইবনে মোস্তফা,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম আকন্দ,সদস্য পদে এ্যাডভোকেট আলহাজ আব্দুর রউফ রাজা,এ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার ও এ্যাডভোকেট মাসুদুর রহমান। শপথ বাক্য পাঠ শেষে বিগত কমিটির সদস্যগণের পক্ষ থেকে নবনির্বাচিত উপস্থিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর এ্যাডভোকেট মীর রুহুল আমীন বাবু ক্ষমতা হস্তান্তর করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট গোলাম মোহাম্মদ ও ২য় বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত এ্যাডভোকেট আব্দুর রউফ পান্না। এসময় আইনজীবি সমতির সকল সদস্য সদস্যাদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রউফ পান্না দলমতের উর্দ্ধে থেকে সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ অব্যহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আইনজীবিদের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রকার কাজে সর্বাধিক প্রধান্য দিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। ২য় অধিবেশনের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব গোলাম মোস্তফা।
এরপর আলোচনা সভা শেষে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান ও পিপি এ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান সহ অন্যান্য আইনজীবিগণ নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রউফ পান্নাকে আসনে আসনকৃত করান। অনুষ্ঠানটি স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বর পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয়।