হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের বাজার কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ডাঃ দীপক মোদক (৭৫) আর নেই।
আজ মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে তিনি মাধবপুর পৌরসভার শহরের বাজারে নিজ বাসায় পরলোক গমন করেন।
তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সকাল সাড়ে ১০টায় নোয়াগাও পৌর শশ্মানে তাকে দাহ করা হয়।
তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বেনু রঞ্জন রায়, সাবেক সাধারণ সম্পাদক আরশাফুল আলম (টিটু) পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম (লেবু) মাধবপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক পঙ্কজ কুমার সাহা, বাজারে মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মনোজ কুমার পাল, সাধারন সম্পাদক শাহ সেলিম গভীর শোক প্রকাশ করেছেন।
Post Views: 288