রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের চৌবাড়িয়া (মালশিরা) বাজারে অবস্থিত রত্না বেকারি নামের একটি কারখানায় নির্বাহী কর্মকর্তার অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(১ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি বেকারী কারখানাকে মোট ২০হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।