অপরাধ দমনে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জ্ঞাপন করলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। ছাতক বাসীকে আইনি সেবা দিতে চাই অপরাধী যেই হউক না কেন তাকে ছাড় দেয়া হবে না সত্যের পক্ষে কলম চলবে,আইন আইনের গতিতে চলবে।
১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি ফজল উদ্দিনের সাথে আলাপ কালে ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান এসব কথা বলেন। উপ-পরিদর্শক পদে তিনি মৌলভীবাজার,বি-বাড়িয়া, সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় সফলতার সহিত দায়িত্ব পালন করে ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে ফিরে অফিসার ইনচার্জ হিসাবে সিলেট বিভাগের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। বর্তমানে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসাবে যোগদান কররেন। ওসি মাহবুবর রহমান সিলেট বিয়ানীবাজার উপজেলার আকাখাজনা গ্রামের মরহুম ইন্তাজ আলী’র সু-যোগ্য পুত্র।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে এমএসসি সম্পন্ন করে ১৯৯৮ সালে প্রথমেই উপ- পরিদর্শক ( সাব-ইন্সপেক্টর) হিসাবে পুলিশ বাহিনীতে যোগদান করে ছিলেন।
তিনি ছাতক বাসীকে সঠিকভাবে আইনি সেবা দিতে এক বিন্দু রক্ত থাকতে অপরাধীদের বিরুদ্ধে ও সত্যের পক্ষে কলম চালিয়ে যাবেন এজন্য তিনি পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে সাংবাদিক ও সচেতন মহলের সহযোগিতা চেয়েছেন।