রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

লক্ষ্মীপুরের কমলনগরে পশু চিকিৎসকের জরিমানা।

মোঃ সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ / ৩৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

লক্ষ্মীপুর কমলনগরে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন মোঃ বশির নামের এক ভুয়া পশু চিকিৎসক। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃইমরান হোসেন ওই ভুয়া চিকিৎসককে আটক করেন।পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে দশ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত বশির চরকালকিনির আব্দুর সুক্কুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা পশু কর্মকর্তা ডাঃ যোবায়ের হোসেন।

এ সময় তিনি জানান, দুপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাসেরহাট এলাকায় বশির নিজেকে পশু ডাক্তার হিসেবে পরিচয় দেন। পরে বিভিন্ন ওষুধ ও ইঞ্জেকশন স্বল্পমূল্যে দেয়ার লোভ দেখান।

বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে উপজেলা পশু হাসপাতালের কর্মকর্তাকে সংবাদ দেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন জানান,ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত মোঃবশিরকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি একজন ভুয়া পশু চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর