রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

বিশ্ব কুষ্ঠ দিবস পালন উপলক্ষে মাটিরাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনাসভা।

রিপোটারের / ২৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

প্রতিবন্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ-কুষ্ঠমুক্ত হোক আমাদের বাংলাদেশ’ এ প্রতিপাদ্য কে ধারণ করে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস।
রোববার (৩০ জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা উপজেলা কুষ্ঠ প্রতিবন্ধী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’র উদ্যোগে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা কুষ্ঠ প্রতিবন্ধী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’র সভাপতি নজরাম ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খায়রুল আলম। আলোচনা সভায় অন‍‍্যান‍্যের মধ‍্যে বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর এম ও মিল্টন ত্রিপুরা, ডিপিও সিএস পরেশ চাকমা প্রমুখ।
এর আগে সকালে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং কুষ্ঠ রোগীসহ শতাধিক  নারী-পুরুষ অংশ নেয়।
কুষ্ঠ রোগ নির্নয় ও চিকিৎসা কার্যক্রমের মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক বীর মোহন  ত্রিপুরার সঞ্চালনায়  সভায় বক্তারা কুষ্ঠ রোগের কুফল এবং এর থেকে পরিত্রাণ পেতে করণীয় বিষয়ক বিভিন্ন  আলোচনা করেন।
তারা এ সময় কুষ্ঠ রোগী নির্ণয় এবং বাংলাদেশ কে কুষ্ঠ রোগ মুক্ত করতে সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর