টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়নের ঘুনী এলাকায় পৈত্রিক সম্পত্তি রক্ষায় ছেলে বাবুল মিয়া সংবাদ সম্মেলন করেছে। রবিবার(৩০ জানুয়ারী),ভুক্তভোগী বাবুল তার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তার প্রতিবেশী হায়দার আলী (৫৭),আজগর আলী (৫৫) ও মুক্তার আলী (৫২) ভূমি জরীপ কার্যে অসাধু উপায় অবলম্বন করে আমার পিতা বাদশা মিয়ার (মৃত) নাম ভূমি পর্চায় বাদ করিয়াছে। এছাড়াও ঘুনী মৌজায় এসএ খতিয়ান ০২ বিআরএস খতিয়ান ২২২ সাবেক দাগ ১৮৪ হাল দাগ ২৬৫, জমি ৮ শতাংশ ও ১৪১ খতিয়ানে, ২৫৪ দাগে ১৮ শতাংশ সহ মোট ২৬ শতাংশ ভূমির মধ্যে ২১ শতাংশ জমি ভূমির পর্চায় আমার পিতা বাদশা মিয়ার নামে লিপিবদ্ধ হয় নাই।
এমতাবস্থায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো: আইয়ুব আলী আমার পিতার নামে জরীপ করার লক্ষ্যে আমার পক্ষে প্রতিবেদন দিবে বলে ৩ হাজার টাকা ঘুষ নেয় এবং পরবর্তীতে ভূমি দস্যু হায়াদার গং দের নিকট থেকে অধিক টাকা পেয়ে আমার টাকা ফেরত দিয়ে প্রকৃত সত্য প্রতিবেদন না দিয়ে ভূমি দস্যুদের পক্ষে অসত্য বানোয়াট প্রতিবেদন দেয়।
পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবী জানিয়ে বাবুল মিয়া বলেন, আমি একজন অসহায় কৃষক। রেকর্ড সংশোধনের জন্য জেলা ল্যান্ড সার্ভে আদালতে মামলা করেছি। আসামীগণ বিভিন্ন ভাবে আতাত করিয়া আমার পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে নেওয়ার পায়তারা করিতেছে। আমি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো: শাহাদত হোসেন, অগ্নিবীনা আইডিয়াল কলেজের দাতা সদস্য হারিজ মিয়া , ঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান তাদের বক্তব্যে বলেন, বাবুল মিয়ার জমি ছাড়াও স্কুলের প্রায় ১৫ শতাংশ ও এলাকার বাসিন্দা ঘটু মিয়ার ১৫ শতাংশ জমি ভূমি দস্যু হায়দার গং সদস্যরা দখলের পায়তারা করছে। আমরা এলাকাবাসী হিসেবে এই অনিয়মের সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায্য বিচার দাবী করছি।