সিরাজগঞ্জের কাজিপুরে সেচ্ছােসেবী সামাজিক সংগঠন”সুধা স্বনির্ভর প্রকল্প”উদ্যেগে বিনা সুদে কৃষিঋণ চালু করেছে।
উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের তেকানি ও নিশ্চিন্তপুর ইউনিয়নের ভূমিহীন কৃষকদের মাঝে বিনা সুদে ও শর্তে এ ঋন বিতরন করা হচ্ছে।
সুধা স্বনির্ভর প্রকল্পের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব রেজাউল করিম খোকন তালুকদারের অর্থায়নে ও দিকনির্দেশনায় প্রথম পর্যায়ে ২২ জন ভূমিহীন কৃষকের মাঝে নগদ এক লক্ষ পনের হাজার টাকা বিতরন করা হয়।পরর্বতীতে ক্রমান্বয়ে এই সুদবিহীন ঋন কার্যক্রম চলবে।
অলাভজনক এই সেচ্ছােসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব রেজাউল করিম খোকন তালুকদার বলেন,” সৃষ্টিকর্তা মানুষকে সম্পদশালী করে তোলেন, পরীক্ষার জন্য।প্রত্যেক বিত্তবানের উচিত অসহায়, হতদরিদ্র, দুঃস্হ মানুষের পাশে দাঁড়ানো”।
তিনি আরও বলেন,”তেকানি ও নিশ্চিন্তুপুর ইউনিয়ন থেকে দারিদ্র্য দূরীকরণের জন্য নানামুখী জনকল্যাণকর উদ্যেগ গ্রহণ করা হয়েছে।
অত্র সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে থাকা আরেক সদস্য শাহাদাত তালুকদার বলেন, “আমার চাচা খোকন তালুকদারের নির্দেশনায় আমরা গরীব, অসহায় মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করছি।কোন রকম লাভ ছাড়াই তাদেরকে অর্থ সহযোগিতা দিচ্ছি।
এছাড়াও বিধবা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন,হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরন সহ নানা রকম জনকল্যাণমুখী কাজ করে আসছে সংগঠনটি।