বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সিলেটর ওসমানীনগরে সাঙ্গ হয়েছে নির্বাচনী প্রচারণা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এতো দিন উপজেলা জোড়ে নির্বাচনী আমেজ বিরাজ করলেও আজ শনিবার রাত ১২টার পর থেকে আর কোন প্রচার প্রচারণা করতে পারবেন না প্রার্থী ও সমর্থকরা। ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচননে ১৪ জানুয়ারী প্রতিক পাওয়া পরই উপজেলায় নির্বাচনী আমেজ বইতে থাকে। শনিবার শেষ দিনে প্রার্থীরা বিশাল বিশাল জনসমাবেশর মধ্য দিয়ে দিনভর গনসংযোগে অংশ নিয়েছেন। আনন্দ উল্লাস এবং শ্লোগানে শ্লোগানে উপজেলায় যেন এক উৎসব বইছিলো। এদিকে, নির্বাচন উপলক্ষে প্রশাসনিক সকল কাজ শেষ করতেও সরকারী দপ্তর ছিলো ব্যস্ত। প্রতম বারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধুতিতে ভোট গ্রহন হওয়ায় ভোটারদের ঝামেলা এড়াতে কয়েকটি কেন্দ্রে শনিবার মক ভোটিং অনুষ্ঠিত হয়। রবিবার নির্বাচনী সারঞ্জাম কেন্দ্র কেন্দ্র পৌছে দেয়া হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
এদিকে, ইউনিয়ন পরিষদ যান চলাচলের উপরও কিছু বিধি আরোপ করা হয়েছে। এক গন বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে নির্বাচনের দিন সোমবার রাত ১২ টা পর্যন্ত মটার সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার রাত ১২টা থেকে সোববার রাত ১২টা পর্যন্ত ট্রাকও পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে, জরুরী সেবা প্রদানকারী ক্ষেত্রে পরিচয় প্রদান পূর্বক বিধি শিতিল করা হবে বলে গন বিজ্ঞপ্তিতে উল্যেখ।
জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে প্রার্থী বা প্রার্থীর পক্ষে সমর্থকরা সভা সমাবেশসহ প্রচার প্রচারণা করতে পারবেন না স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার কাজ বন্ধ করতে হবে। আগামী সোমবার উপজেরা ৮ ইউনিয়নে ভোট উৎসব অনুষ্টিত হবে। নির্বাচন উপলক্ষে উপজেলার ৮ ইউনিয়নে ৩৪জন চেয়ারম্যান প্রার্থী ৮৮ সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও ২৭৮ সাধারণ সদস্যসহ মোঠ ৪০০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এই প্রতম বারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৮ ইউনিয়নের ১ লক্ষ ৪৬ হাজর ৭০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তার মধ্যে ৭৪ হাজার ৫৩৪ পুরুষ ও ৭২ হাজার ১৭০ জন নারী। ৭২টি ওয়ার্ডের ৭৮টি ভোট কেন্দ্রে ৪২৯টি বোথে সকাল ৮ টা থেকে এক যোগে ভোট গ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত।
উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েশ দুলাল বলেন, সোমবার নির্বাচন উপলক্ষে নির্বাচনী সকল প্রকার কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। আশা করি উপজেলার ৮ ইউনিয়নে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল গত ৩ জানুয়ারি। ৬ জানুয়ারি বাছাইয়ের দিনে কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। ১৩ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার শেষ দিনে ৪জন চেয়ারম্যান প্রার্থী ও ৫জন সাধারণ সদস্য প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হলে প্রচার প্রচারণা শুরু হয়। আগামী ৩১ জানুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।