আজ শনিবার ২৯ জানুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি’র আওতাধীন চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী সবুজ পাড়া গ্রামে জমি সংক্রান্ত জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। এতে ঘটনা স্থলে একই গ্রামের মৃত জুরান আলীর পুত্র নবী আলম (৫২) নামে একজনের মৃত্যু হয়। আহত হয়েছে আরও ৭ জন। তারা হলেন শাহিন, সাইদ, আলেয়া, নবীরন, শহীদ আলী, আল আমিন, জামেলা। এদের মধ্যে শাহিন ও জামেলা বেগমের অবস্থা আশংকা জনক। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মহাব্বত কবীর, সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসাইন খান সহ পুলিশ টিম, প্রাক্তন চেয়ারম্যান শেখ নাজিম উদ্দীন ও নব নির্বাচিত চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া ঘটনা স্থল পরিদর্শন করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। সে সুত্রে ৩ জনকে গ্রেফতার করেন। তারা হলেন একই গ্রামের মৃত আলাবক্স হাজ্বীর ছেলে নুরুল ইসলাম (৪৫), মৃত গোলাম বাঘার ছেলে আঃ রশিদ (৫৫), ভিক্ষুর ছেলে মাসুদ রানা (৩৫)। এদের গ্রেফতার করে দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। আসামী আকমতের বাড়ীর সবাই পলাতক। গ্রামবাসী সুত্রে জানা যায়, আকমত আলী গং ও নবী আলম এর জমি সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন যাবৎ। অনেকই মনে করেন পুর্ব পরিকল্পনামতো এমনটি করা হয়েছে।
Post Views: 234