পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকার রূপার খালের চর থেকে একটি মৃত রয়েল বেঙ্গল টাগার উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে সুন্দরবন বিভাগের বনরক্ষীরা নিয়মিত টহলকালে ১৫ থেকে ১৬ বছরের পূর্ন বয়স্ক পুরুষ এই বাঘটি খালে চরে পড়ে থাকতে দেখে। পরে বনরক্ষীর শব্দ করলেও বাঘটি নড়াচলা না করায় কাছে গিয়ে দেখতে পায় বাঘটি মরে রয়েছে। বাঘটি গায়ে কোন আঘাতের চিহ্ন বা দাত-নখ ও চামড়াসহ সকল অঙ্গপ্রতঙ্গ ঠিক রয়েছে।
রবিবার সকালে বাঘটির মৃত্যুর সঠিক কারন জানতে শরণখোলা রেঞ্জ অফিসে ময়না তদন্ত হবে বলে নিশ্চিত করেছে সুন্দরবন বিভাগ।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকায় বনরক্ষীরা নিয়মিত টহলকালে রূপার খালের চরে ১৫ থেকে ১৬ বছরের পূর্ন বয়স্ক একটি বাঘ পড়ে থাকতে দেখে। পরে বনরক্ষীর শব্দ করলেও বাঘটি নড়াচলা না করায় কাছে গিয়ে দেখতে পায় বাঘটি মরে রয়েছে। পুরুষ বাঘটি গায়ে কোন আঘাতের চিহ্ন বা দঁাত-নখ ও চামড়াসহ সকল অঙ্গপ্রতঙ্গ ঠিক রয়েছে। সে কারনে ধারনা করা হচ্ছে কোন চোরা শিকারীর হতে বাঘটি মারা যায়নি। চেরাশিকারীদের হাতে বাঘটি মারা পড়লে দঁাত-নখ ও চামড়া তারা তুলে নিয়ে যেত।
একটি বাঘ সাধারনত ১৬ থেকে ১৭ বছর বেচেঁ থাকে সেকারনে ধারনা করা হচ্ছে পানি খেতে খালে চরে নেমে কাদায় আটকে ভাঘটির মৃত্যু হয়েছে। তারপরও বাঘটির মৃত্যুর সঠিক কারন জানতে রবিবার সকালে শরণখোলা রেঞ্জ অফিসে ময়না তদন্ত হবেও জানান এই বন কর্মকর্তা।