সিরাজগঞ্জের শাহজাদপুরে ২ কেজি গাঁজাসহ মানিক প্রামাণিক (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় তার নিকট থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার আলোক দিয়ার গ্রামের মৃত জাহেদ প্রামাণিকের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২০ঃ৪৫ টার সময় উপজেলার আলোক দিয়ার গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মানিক প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রসাশনের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন হলো মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো।
উদ্ধার হওয়া আলামতসহ আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাদপুর থানায় মামলা রজু করা হয়েছে।