দলমত নির্বিশেষে এলাকার সকল শ্রেনী পেশার লোকজনের সম্মন্নয়ে সুষ্ট ভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা মাধ্যমে সিলেটের বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়নকে সুখি সমৃদ্ধ ও আধুনিক ইউনিয়নে গড়ে তোলার প্রত্যয়ে ব্যাক্ত করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান শিহাব উদ্দিন।
সিলেট জেলা প্রশাসকের কাছে শপথ বাক্য পাঠ করে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিনের কাছ থেকে দ্বায়িত্ব গ্রহন কালে উপস্থিত লোকজনের সম্মুখে এমন অঙ্গিকার করেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারমান মো: শিহাব উদ্দিন।
বৃহস্পতিবার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগনের আনুষ্ঠানিক দ্বায়িত্ব গ্রহনকে ঘিরে ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন। ইউপি সচিব কৈলেন্দ্র কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, যুক্তরাজ্য সাউথ লন্ডন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সামছুল হক শাহ আলম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান,পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহিবুর রহমান ইয়াওর,সহ সভাপতি আব্দুস সালাম,ইয়াহিয়া সুজন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ লিঠন,ইউপি সদস্য শামিম আহমেদ, মো. ছাদির মিয়া, মহসিন মিয়া, রিংকু রঞ্জন দাস, শেখ আব্দুল মুহিত, জাহাঙ্গীর আলম, আসাদুর রহমান,মহিলা সদস্য রাণী বেগম, সদস্য লাকী রাণী দাস,পুতুল রাণী দাস, সাবেক সদস্য সিতার আলী, ঝন্টু দাস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জনগনের কল্যানে কাজ করার ধারাবাহিকতায় গেল বছরের ১১ নভেম্বর সুষ্ট সুন্দর ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে শিহাব উদ্দিনকে পূর্ব পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করে জনগনের সেবক হয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন সকল শ্রেনী পেশার বাসিন্দারা। সাধারণ মানুষের এই আশা আকাংঙ্খার সঠিক মূল্যায়নসহ অবহেলিত ইউনিয়নের রাস্তাঘাট,নদী ভাঙ্গন রোধসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ড সমহারে বাস্থাবায়ন করার আহব্বান জানান তারা।
অনুষ্ঠানে বর্তমান ও সাবেক ইউপি সদস্যসহ পূর্ব পৈলনপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার লোকজনসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।