বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হেল্থ ক্যাম্প-২০২২ অনুষ্ঠিত হয়। এতে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০২০-২০২১ অর্থবছরের ভাতা প্রাপ্ত উপকারভোগীদের মধ্যে করোনা প্রতিরোধ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়। উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ হেলথ্ ক্যাম্পের উদ্বোধন করেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াংকা বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্র কার্যালয়ের হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার সাইফুল ইসলাম, লাভলী পারভীন প্রমুখ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাযার্লয় ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ নিলুফা ইয়াসমিন জানান, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহিবল কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থবছরের ভাতা প্রাপ্ত ৫’শ উপকারভোগীর মধ্যে করোনা প্রতিরোধ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়।