সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলংগা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় আটককৃতদের তল্লাশি করে ৯১ পিচ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন দিনাজপুর বীরগঞ্জের বলরামপুর গ্রামের মোঃ ছাত্তার আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম(৩০) ও একই এলাকার সুজালপুর(কলেজপাড়া)গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ শাকিল মাহমুদ(২৮)।
এ তথ্য নিশ্চিত করে সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মহাদ্বয়ের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জানুয়ারি বুধবার রাত সোয়া ৩ টার সময় উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের হাজী ঈমান আলী মার্কেটের সামনে ওসি তদন্তর জাকেরিয়ার নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দেশ ট্রাভেল নামক যাত্রীবাহী কোচের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৯১ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
উদ্ধার হওয়া আলামতসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে বুধবার দুপুরে জেলহাতে পাঠানো হয়েছে।