রাজশাহীর গোদাগাড়ীতে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ীরা হলেন গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম(৪৭) ও তার মেয়ে মুক্তি খাতুন(২০)। এ সময় তাদের নিকট থেকে ৭.১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত মোকলেছুর রহমান পালিয়ে যায়।
ডিবি পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।ওই বিজ্ঞপ্তিতে বলা হশ রাজশাহী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন.বিপিএম বার ও অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ডি এস বি’র নির্দেশনায় ২৫ জানুয়ারী মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের চৌকস অফিসার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আতিকুর রেজা সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মা, মেয়েকে গ্রেফতার করা হয়।উদ্ধার করা হয় ৭.১৫ গ্রাম হেরোইন।
এঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।