তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা,ইয়াবাসহ ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার(২৪জানুয়ারী) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়নের দিব্যস্থলী গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী হাসিনা বেগম(৩৭)কে আঠারো গ্রাম গাঁজা ও দশ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এছাড়া ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীরা হলেন, পাঁচন্দর ইউপির সাহাপুর গ্রামের আলেক মন্ডলের ছেলে সিআর মামলার আসামী আবুল কালাম ও কলমা ইউনিয়নের দিব্যস্থলী গ্রামের হাসেন আলীর মেয়ে হাসিনা বেগম(৩২)।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান জানান, হাসিনা বেগম দীর্ঘদিন ধরে নিজ এলাকার আসেপাশে গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।