ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ৭৬ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মিঠুন আলী ও শাহজামাল নামে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি ) দিবাগত রাত দেড়টার সময় উপজেলার দোশিয়া (রাজরাড়ী) গ্রামে ও পৌরসভার ১নং ওয়ার্ডের রাজবাড়ী ফিরোজ মার্কেট সংলগ্ন পাঁকা রাস্তার উপর হইতে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
ইয়াবা সহ আটককৃতরা হলেন রাণীশংকৈল উপজেলার দোশিয়া (রাজবাড়ী) গ্রামের এনতাজ আলীর ছেলে মিঠুন আলী (২৮), ও পশ্চিম ভান্ডারা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে শাহ জামাল (৩০)।
আটক মিঠুনের কাছ থেকে ২২ পিছ ও শাহজামালের নিকট ৫৪ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান ৭৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২জনকে হাতে নাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে মামলা হয়েছে।মঙ্গলবার সকালে তাদের ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।