মঙ্গলবার ( ২৫ জানুয়ারি) সকালের দিকে মাটিরাঙ্গা থানা পুলিশের আয়োজনে থানা কম্পাউন্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল’র সঞ্চালনায় অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা, সহ-সভাপতি ওয়ালীউল্যাহ, তাইন্দং ফাঁড়ী থানার ইনচার্জ শাহ আলম, এসআই সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোঃ এমরান হোসেন, শহিদুল ইসলাম সোহাগ, মিজানুর রহমান খোকন, তৌফিকুল ইসলাম, সফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিট কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সমাজের প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মুলের পাশাপাশি নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকের কালাে থাবা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে কমিউনিটি পুলিশিং সদস্য সহ সকলের সর্বাত্তক সহযোগীতা কামনা করেন।কমিউনিটি পুলিশিং এর মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধ প্রতিরোধ করা,মাটিরাঙ্গা থানা পুলিশ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সহ সর্বস্তরের জনগণের সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধ তথা খুন, গুম,ধর্ষণ, মাদকের মতো মামলার আসামি গ্রেফতার করে কোর্টে প্রেরণ করতে সক্ষম হয়েছে।
এটি মাটিরাঙ্গা উপজেলার কমিউনিটি পুলিশের জন্য বড় সফলতা।মাটিরাঙ্গা থানা পুলিশ প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। মাটিরাঙ্গা থানা পুলিশ সীমান্ত অপরাধ তথা অবৈধ চোরাচালান রোধকল্পে কার্যকরী ভুমিকা পালন করে যাচ্ছে বলে জানান বক্তারা।