বড়লেখা উপজেলার বর্নী ইউনিয়নের ২০০ জন শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে।
শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বাংলাদেশ ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি ) দুপুর ১১টায় বর্নী ইউনিয়ন পরিষদের সামনে এস এম জাকির হোসাইন এর পক্ষে এ কম্বল বিতরন করেন বর্নী ইউপির কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান হাবিব।
বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও ব্যবসায়ী হাবিবুর রহমান এর পরিচালনায় কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বায়েছ আহমেদ,জয়নাল আহমেদ,মিসুক আহমেদ,নুনু মিয়া,আতিকুল ইসলাম, আবুল , ছইদ আলী, বিকাশ চন্দ্রদাস, মতো মিয়া,মহিলা ইউপি সদস্যা,সফেরা বেগম, মিনা বেগম,শিলপি বেগম প্রমুখ।