জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.) বলেছেন, সমাজে বিরাজমান অরাজকতা ও অনৈতিক কাজগুলো বন্ধ করতে হলে শিক্ষার প্রতি নজর দেওয়া উচিত। নতুন প্রজন্মকে ধর্মীয় ও জাগিত শিক্ষার সমন্বিত পাঠদান করা গেলে নৈতিকতাসম্পন্ন দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রমে দ্বীনি শিক্ষার প্রতি আরও গুরুত্ব আরোপ করতে হবে। প্রকৃত আলেম দ্বারা দ্বীনি ও নৈতিক শিক্ষা দিতে হবে। আর্দশ ও সুন্দর সমাজগঠনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই।
আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.) আরও বলেন, নৈতিকতাসম্পন্ন সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শুধু শিক্ষিত হলে চলবে না,আমাদের কোমলমতি শিক্ষার্থীদের নৈতিকতাসম্পন্ন সুশিক্ষিত করতে হবে। তবেই তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে সক্ষম হবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। তারা কখনো দুর্নীতিগ্রস্ত হবে না, অন্যের হক নষ্ট করবে না।
তিনি আরও বলেন, অভিভাবকগণ এক বুক প্রত্যাশা ও বিশ্বাস নিয়ে সন্তানদের সুনাগরিক হিসেবে তৈরি করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠান। তাদের আশা, আমার সন্তান শিক্ষিত হবে, মা-বাবার মুখ উজ্জ্বল করবে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। তাই শিক্ষকদের এই বিষয়টির প্রতি অধিক গুরুত্ব দিতে হবে।
Post Views: 287