সিরাজগঞ্জে মৎস্য চাষ প্রযুক্তি সেবার আওতায় আরডিএফএফদের প্রশিক্ষণ ।
মোঃ আজিজুর রহমান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সময়
সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
৩৪২
বার দেখেছেন
স্বাস্থ্য বিধি মেনে সিরাজগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত) এর আওতায় আরডি,এফএফদের ২ দিন (১ম ধাপ) ব্যাপী প্রশিক্ষণ শুরু করা হয়েছে । এতে ২৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সোমবার( ২৪ জানুয়ারি)সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার মৎস্য কমিউনিটি সেন্টারে উক্ত আরডি এফ এফদের ২ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, প্রকল্পের রাজশাহী বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক মোঃ শাহীনূর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন ও ক্ষেত্র সহকারী।