শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২১ অপরাহ্ন

ক্যামিরুনের নাইট ক্লাবে আগুন লেগে ১৬ জনের মৃত্যু।

আন্তর্জাতিক ডেস্কঃ / ৩৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে শনিবার দিবাগত মধ্যরাতে একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই নাইট ক্লাবের কর্তৃপক্ষ জানান ক্লাবে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ১৬ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরোও আট জন আহত হয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন। নাইটক্লাবের আতশবাজির বিস্ফোরণের কারনে ওই নাইটক্লাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে সিলিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে করে অনুষ্ঠানস্থলে আরোও বিস্ফোরণ ঘটে।

চারদিকে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে দমকল বাহিনীর একজন কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা লোকজনের মধ্যে আতঙ্কের ছাপ দেখতে পান।
তখনও সেখানে প্রচুর ধোঁয়ার পাশাপাশি আগুন সক্রিয় ছিল।

ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন নিরাপত্তাকর্মী জানান, রোবার রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর