রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

ওয়ানডে ক্রিকেটে ডি’ককের অনবদ্য সেঞ্চুরি-চাপের মুখে ভারত।

ক্রিড়া ডেক্সঃ / ৪১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

ভারত দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দুই ওয়ানডে ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।রোববার (২৩ জানুয়ারি) চলমান তৃতীয় ওয়ানডেতেও কুইন্টন ডি’ককের অনবদ্য সেঞ্চুরিতে চাপের মুখে আছে ভারত।

কেপটাউনে ওপেন করতে নেমে প্রোটিয়া দলের হয়ে ১৩০ বলে ১২ চার ২ ছক্কায় এক অনবদ্য ১২৪ রানের ইনিংস খেলেন ডি’কক। ডি’ককের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের এটি ১৭তম সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটরক্ষক এবং ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের ১৬টি সেঞ্চুরিই এখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। আজ গিলক্রিস্টকে ছাড়িয়ে গেলেন ডি’কক।

শুধু তা-ই নয়,এটি ভারতীয় দলের বিপক্ষে ২৯ বছর বয়সী তারকা ব্যাটারের ষষ্ঠ সেঞ্চুরি,যা তাকে সর্বকালের সেরাদের তালিকায় স্থান করে দিয়েছে। ভারতের বিপক্ষে এবি ডি’ভিলিয়র্স,কুমার সাঙ্গাকারা এবং রিকি পন্টিংও ছয়টি সেঞ্চুরি করেছেন,যা যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ।

ভারতের বিপক্ষে ৭টি ওয়ানডে সেঞ্চুরি করে তালিকার শীর্ষে আছেন সনৎ জয়সুরিয়া। হয়তো জয়সুরিয়াকেও পেছনে ফেলে দিবেন ডি’কক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর