সুনামগঞ্জের ছাতকে ৩৪৭ পিস বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ছাতক থানা পুলিশ ।শনিবার রাতে বড়কাপন এলাকা থেকে বিদেশী মদ সহ তাকে আটক করা হয়।
ছাতক থানা পুলিশ সূত্রে জানা যায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় ছাতক থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান সঙ্গীয় চৌকস পুলিশের একটি আভিযানিক দল সাথে নিয়ে বড়কাপন এলাকা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৪৭ বোতল বিদেশী মদ সহ সিলেট আখালিয়া এলাকার মৃত রহমত আলী মিনজা মিয়ার ছেলে মোঃ কামরান(৩৫)কে আটক করা হয়।
আটকের বিষয়টি নিস্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদক বিরোধি বিশেষ অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম ও জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ)/মোঃ দেলোয়ার হোসেন ও অন্যান্য অফিসার ফোর্স সহ ছাতক থানার বড়কাপন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ কামরান(৩৫) পিতা-মৃত রহমত আলী মিনজা মিয়া, সাং-আখালিয়া (ধানুহাটা) থানা-সিলেট সদর কোতয়ালী), জেলা-সিলেট কে আটক করা হয়।
আটককৃত মোঃ কামরান মিয়া বর্তমান সাং-দক্ষিণ বড়কাপন(মোছাব্বির এর ভারাটিয়া ঘর) কে ভারতীয় সর্ব মোট ৩৪৭(তিন শত সাতচল্লিশ) বোতল Officer`s Choice PRESTIGE WHISKY ও Mc Dowell`S NO1 RESERVE WHISKY মদ, যাহার সর্ব মোট মূল্য অনুমান- ২,৬১,৫০০/-(দুই লক্ষ একষট্টি হাজার পাঁচশত) টাকা আটক করি। পরবর্তীতে ছাতক থানার মামলা নং-২৩, তারিখ-২২/০১/২০২২ইং, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৪(গ)/৪০/৪১ ধারায় রুজু করে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।