চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে ২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সমলয় বোরোধান প্রদর্শনী রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৩ জানুয়ারী) দুপুর ১২টায় শেখেরখীল ইউনিয়নের লালজীবন এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত সমলয় বোরোধান প্রদর্শনী রোপন কার্যক্রমের শুভ উদ্বোধনে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আহমদ তারিফের সঞ্চালনায়, উপজেলা সহকারী কৃষি অফিসার মিসবাহ উদ্দীনের স্বাগত বক্তব্যে, বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখেরখীল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন তালুকদার।
এ সময় বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক বলেন, সমলয় চাষাবাদ কৃষি ক্ষেত্রে আধুনিক ও লাভজনক একটি টেকসই যান্ত্রিকীকরণ। যা একটি সমবায়ভিত্তিক চাষাবাদ পদ্ধতি। যেখানে একটি মাঠে বা অংশে সকল কৃষক একসঙ্গে একই জাতের ধান একই সময়ে যন্ত্রের মাধ্যমে রোপণ করতে পারে। তাছাড়াও কৃষক তার ফসল একত্রে মাঠ থেকে ঘরে তুলতে পারেন। এবং একসঙ্গে রোপণ করায় সব ধান একই সময়ে পাকে।
তিনি আরও বলেন, এ পদ্ধতিতে বীজতলা থেকে চারা তোলা, চারা রোপণ ও ধানকর্তন সব প্রক্রিয়া যন্ত্রের সাহায্যে সমসময়ে সম্পাদন করা হয়।