ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ও বরগাঁও ইউনিয়ে সপ্তম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ৭ ফেব্রুয়ারি।
তফশিল ঘোষণার পর জেলা নির্বাচন কমিশন এরই মধ্যে প্রার্থীদের যাচাই বাছাই কার্যক্রম শেষ করেছেন।
আগামি ২৩ জানুয়ারি রোববার নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দেবে। তারপর আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন প্রার্থী ও সমর্থকগণ।
সে হিসেবে আগামীকাল (২৩ জানুয়ারি) প্রতীক বরাদ্দের কথা থাকলেও আজ শনিবার (২২ জানুয়ারি) সেনুয়া ইউনিয়নের দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নোবেল কুমার সিংহের নির্বাচনি পোস্টার।
সংবাদ কর্মীরা দেয়ালে লাগানো পোস্টারের ছবি তুলতে গেলে তাদের অকথ্য ভাষায় গালাগাল করে বাধা দেন ওই প্রার্থীর এক সমর্থক।
ইউনিয়নের ভোটার সালেহা বেগম বলেন, আওয়ামী লীগ ক্ষমতাশীন দল। তাদের সবচেয়ে বেশী নিয়ম কানুন মানা উচিত। প্রতীক বরাদ্দের আগে এমন ভাবে প্রতীকসহ পোস্টার লাগানো নিয়ম পরিপন্থী।
চশমা প্রতীক চাওয়া চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম বলেন, নৌকার প্রতীক তিনি দল থেকে পেয়েছেন নির্বাচন কমিশন তাকে এখনো পোস্টার লাগানোর অনুমতি দেয়নি। তাহলে কোন ক্ষমতা বলে দেয়ালে নৌকা প্রতীকের পোস্টার লাগানো হয়েছে ?
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নোবেল কুমার সিংহ বলেন, আগামিকাল প্রতীক পাবো। আজকে বাসায় পোস্টার আনা হয়েছে। বাসার কাজের লোকেরা ভোটের আমেজের সাথে এই ভুলটা করেছে।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাচন অফিসার রেজাউল করিম বলেন, এখনো প্রতীক বরাদ্দ হয়নি। প্রতীক বরাদ্দের আগে কেউ পোস্টার লাগালে তা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘণ। যদি কোন লিখিত অভিযোগ পাই তাহলে নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করা হবে।