অসহায় মানুষদের সার্বিক কল্যানে কাজ করার ধারাবাহিকতায় খাদ্য,বস্ত্র,চিকিৎসাহ শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণসহ এলাকার আত্ম সামাজিক উন্নয়নে সহায়াতার হাত প্রসারিত করে যাচ্ছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির উপদেষ্টা সিলেটের বালাগঞ্জের মুসলিমাবাদ গ্রামের বাসিন্দা সমাজসেবী দেলোয়ার হোসেন বেগ। যার ধারাবাহিকতায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির উদ্যোগে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোসাইটির উপদেষ্ঠা মো: দেলোয়ার হোসেন বেগ এর অর্থায়নে ২২ জানুয়ারি শনিবার সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন শালিস ব্যাক্তিত্ব ছানা বেগ।
সাংবাদিক তারেক আহমদের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক লিটন আহমদ বেগ,ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান তালুকদার,ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মির্জা আব্দুল গফফার, ভয়েস অব সাউথ সিলেট প্রতিনিধি আমির আলী।
এ সময় বক্তব্য রাখেন,শিক্ষক আব্দুল কুদ্দুছ,আশরাফুল আহমদ,ইয়াছমিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,যেকোনো দূর্যোগে নিজ উদ্যোগে এলাকার দুঃস্থ লোকজনকে অব্যাহত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছেন প্রবাসী দেলোয়ার হোসেন বেগসহ তাঁর পরিবার। অসহায়দের সহায়তার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ডের কাজ করে দুঃখী মানুষের কষ্ট লাগবের পাশাপাশি সৃষ্টি করে যাচ্ছেন বেকারদের আত্নকর্মস্থান। সমাজ উন্নয়নে তাদের এই মানবিক কার্যক্রমগুলো অব্যাহত রাখার আহব্বান জানান তারা।অনুষ্ঠানে সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ শিক্ষক, অভিবাবক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।