শুক্রবার ২১ জানুয়ারী ২০২২ ইং সেচ্ছাসেবী মিলন মেলা উৎযাপন করেন “মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা- বাংলাদেশ” নামে সেচ্ছাসেবী সংগঠন। মিলন মেলা উৎযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন সংগঠনটি।
সকাল ১০ টায় কেন্দ্রীয় কমিটি, জামালপুর জেলা কমিটি, বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ সহ মানবিক সৈনিক গণ বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুস সালাম বুলেট এর নেতৃত্বে, সভাপতির বাড়ি হতে গুরুত্বপূর্ণ মোড় সমুহে প্রদক্ষিণ শেষে যমুনার তীরে গিয়ে পরবর্তী কর্মসূচিতে অংশ গ্রহন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন “মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা- বাংলাদেশ” এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শেখ ফরিদ, জামালপুর জেলা কমিটির সভাপতি মোঃ সানোয়ার হোসেন সহ জেলা কমিটি ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
মিলন মেলার বিভিন্ন কর্মসূচি হিসাবে উপজেলা কমিটি ভিত্তিক আলাদা আলাদা ইভেন্টের আয়োজন করা হয়।
ফুটবল প্রতিযোগিতা, চেয়ার খেলা, মহিলাদের বালিশ খেলা, ছোটদের দৌড় প্রতিযোগিতা, গান, কৌতুক, কবিতা আবৃত্তি, নৃত্য, অভিনয়, লটারি ড্র, পুরস্কার বিতরণ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়।
মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা-বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আব্দুস সালাম বুলেট বলেন- আমরা যথারীতি সামাজিক দুরত্ব বজায় রেখে এই সেচ্ছাসেবী মিলন মেলায় অংশ গ্রহন করেছি, আমাদের সকলের করোনা টিকা গ্রহন করা আছে। সার্বিকভাবে আমাদের মিলন মেলা আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এই মিলন মেলা সফল হয়েছে।
Post Views: 297