অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাসে সংক্রামনের হার বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সুরক্ষার জন্য বন্ধ হয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। সরকার ইতিমধ্যে সরকার অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস করানোর নির্দেশ দিয়েছেন।
এ ছাড়াও ১৪ দিন দেশে অর্ধেক জনবল নিয়ে সরকারি বেসরকারি অফিস পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক, ধর্মীয়,সভা সমাবেশে ১’শ জনের বেশি সমাবেত না হওয়ার নির্দেশ দিয়েছেন সরকার।
দেশের বিচার ব্যবস্থ্যাকে সচল রাখতে রবিবার ২৩ জানুয়ারি থেকে দেওয়ানি ও ফৌজদারি আদালত ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালিত হবে।
শনিবার ২২ জানুয়ারি প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেছেন।
গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ওই দিন সকাল ৯ টার সময় প্রধান বিচারপতি মোঃ হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বিভাগের বিচার কাজ শুরু হয়। সকাল সাড়ে ১০ টা থেকে ভার্চুয়াল পদ্ধতিতে হাইকোর্ট বিভাগে বিচার কাজ শুরু হয়।