সিলেটের সর্ববৃহৎ প্লাটফর্ম সেভ সিলেট’র অঙ্গ প্রতিষ্ঠান সেভ ছাতকের উদ্যোগে ছাতক গোবিন্দগঞ্জ পয়েন্টে এলাকার গরিব, অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে তৃতীয় বারের মতো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ২১/ জানুয়ারি শুক্রবার বিকেলে ছাতক গোবিন্দগঞ্জ পয়েন্টে ভোক্ত ভোগিদের ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী। সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক, সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক সরকুম, সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার হেলাল আহমদ, সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আবুল কাশেম। সেভ ছাতক এর দায়িত্বশীল জুবায়েদ আহমেদ, ভলান্টিয়ারবৃন্দ সাইদুর রহমান সাঈদ, জুবায়ের আহমেদ, হোসাম উদ্দিন হারুন, তোফায়েল আহমেদ, সালমান আহমেদ, জেএস শুভ, নজরুল ইসলাম, ইকরাম আহমেদ, তানভীর আহমেদ সহ প্রমুখ।