গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারী) বিকেল ৪ টার দিকে মুড়িপট্টি বাংলা রেস্তোরাঁয় জেলা প্রশাসনের আয়োজনে মাহমুদুল আলম চৌধুরীর সভাপতিত্বে গরীব, অসহায়, হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি খ.ম একরামুল হক, গাঙচিল সাহিত্য সংস্কৃতির পরিষদের উপদেষ্টা আনিসুজ্জামান পাপ্পু প্রমুখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার শাহা, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-সাধারণ সম্পাদক, মোছাঃ হ্যাপি, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী জওহর লাল রবি দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক, যুগের কথার স্টাফ রিপোর্টার শহিদুল্লাহ বুলবুল, মানবতা হাসি সাহিত্য সংস্কৃতির পরিষদের সদস্য সাথী সুলতানা, মানবতার হাসি সাহিত্য পরিষদের সদস্য সচিব মোঃ দিল, মানবতার হাসি সাহিত্য পরিষদ ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রচার সম্পাদক সবুজ এইচ সরকার প্রমুখ।