সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা,হেরোইন ও ফেন্সিডিলসহ ৭ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২’র সদস্যরা।
শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় এক প্রেস বিজ্ঞপ্তি এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ।
আটকককৃতরা হলেন উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া পুরাতন দক্ষিণপাড়া মহল্লার মৃত আমিরুল ইসলামের ছেলে মোঃ কাওছারুজ্জামান (৩৫), মোঃ আক্তারুজ্জামান (৪০), বাঁখুয়া মহল্লার মৃত আবুল হোসেন প্রামানিকের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৫৭), ঘোষগাঁতি মহল্লার সুধির কর্মকারের ছেলে সজল কর্মকার, কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার পাটুয়াকান্দি এলাকার মৃত আব্দুল জুব্বারের ছেলে মোঃ ওসমান গনি (৩৮), আব্দুল হকের ছেলে মোঃ আল আমিন (২৪), মোঃ আলম হোসেনের ছেলে মোঃ আসাদুল ইসলাম (২৫)।
র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর কোম্পানীর সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এতথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত পৌনে ১০টার সময় উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া দক্ষিণপাড়া গ্রামস্থ আকবর আলী কলেজের পূর্ব পাশের্ব তালুকদার ষ্টেশনারী এলাকার পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ২ গ্রাম হেরোইন ও এক বোতল ফেন্সিডিলসহ কাওছারুজ্জামান,আক্তারুজ্জামান,সাইফুল ও সজল নামের ৪ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৭’শ ৮০ টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত ১১টার সময় গোপন সাংবাদের ভিত্তিত্তে শাহজাদপুর উপজেলার তালগাছি বাজার অগ্রহণী ব্যাংক লিঃ এর সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করপ ৫’শ ৮৪ পিচ ইয়াবাসহ ওসমান গনি, আল আমিন ও আলম হোসেন নামের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ ৭’শ টাকা জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উল্লাপাড়া ও শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।