জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি’র আওতাধীন পাথরেরচর বাজার সংলগ্ন থেকে ১ হাজার পিচ ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন পুলিশ প্রশাসন।
জানা যায় ২০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে রৌমারী হতে ঢাকা গামী বাসে রৌমারী টু বকশিগঞ্জ রোডে যাত্রী সেজে ইয়াবা নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসাইন খান এর নেতৃত্বে এস আই আফতাব হোসেন,উপপরিদর্শক আব্দুল খালেক,উপপরিদর্শক সেলিম,উপপরিদর্শক সোহেল রানা সহ পুলিশ টিম ডাংধরা ইউনিয়নের পাথরেরচর বাজারে তল্লাশি চকি বসিয়ে বাসে তল্লাশি করেন। এসময় ওই মাদক ব্যবসায়ী মোঃবানবাসী (৩৩) এর দেহ তল্লাশি করে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। বানবাসী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ইজলামারী বন্ধুরচর গ্রামের আবু তালেবের ছেলে।
সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসাইন খান বলেন- আসামী বানবাসীকে গ্রেফতার করে দেওয়ানগঞ্জ মডেল থানায় প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য দমনে নিরলস ভাবে কাজ করার জন্য সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানান সচেতন মহল।
Post Views: 598