সাংবাদিক বকশি ইকবাল আহমদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।
এলিসন সিঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ
সময়
বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
২৫৪
বার দেখেছেন
মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক, দৈনিক বাংলার দিন ও দৈনিক মৌলভীবাজার বার্তার সম্পাদক ও প্রকাশক ইকবাল আহমদ এর রোগমুক্তি কামনায় বাংলার দিন কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি বিকেলে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল ইসলাম সেফুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর মৌলভীবাজার জেলা সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, দৈনিক মৌমাছি কণ্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ ,দীপ্ত নিউজের সম্পাদক ও জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক দুরুদ আহমদ,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর এর জেলা প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন,বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রোমান আহমেদ, দৈনিক নবচেতনা এর জেলা প্রতিনিধি ও জেলা সাংবাদিক ফোরাম এর অর্থ সম্পাদক জাকির হোসেন,দৈনিক আমার কাগজ এর জেলা প্রতিনিধি মুক্তাদির হোসেন,দৈনিক বাংলার দিন স্টাফ রিপোর্টার চৌধুরী মোঃ মেরাজ সহ জেলার বিভিন্ন স্তরের সংবাদকর্মী,ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জয়নুল হক।
উল্লেখ্য যে সিনিয়র সাংবাদিক ইকবাল আহমেদ ১৮ ই জানুয়ারী ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।