হবিগঞ্জের মাধবপুরে দৈনিক মানবজমিন ও আমার হবিগঞ্জ পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি ইয়াছিন আল আমিন তন্ময়, স্থানীয় দৈনিক প্রভাকর এর প্রতিনিধি এম,এম,গউছ এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ১০ লক্ষ টাকার মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় উপজেলার জগদীশপুর গ্রামের জাকারিয়া চৌধুরী গত মঙ্গলবার মাধবপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আগে একজন চেয়ারম্যান প্রার্থী তার নিকট দশ লাখ টাকা চাঁদা দাবি করেন আসামীরা।কিন্তু অসুস্থতার জন্য এতোদিন তিনি মামলা করতে পারেননি।
আবার তিনি লিখেছেন নির্বাচনে তিনি অন্য একজন প্রার্থীর পক্ষে কাজ করেছেন। অসুস্থতার জন্য প্রায় দেড়মাস পর থানায় মামলা দায়েরের করে বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে আলোচনা, আবারো পারলে কিভাবে অন্য একজন প্রার্থীর পক্ষে কাজ করেছেন প্রশ্ন সচেতন নাগরিক সমাজের।
স্থানীয় বাসিন্দা রনি দাস বলেন এটি একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা।মূলত দুই সাংবাদিক হয়রানি করতেই এ মামলা দায়ের। দৈনিক ভোরের ডাক এর মাধবপুর প্রতিনিধি সাংবাদিক তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন সাংবাদিকদের হয়রানি করতেই তাদের বিরুদ্ধে এমন মিথ্যে চাঁদাবাজি মামলা দেওয়া হয়েছে। আশাকরি তারা ন্যায় বিচার পাবে।
মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ বলেন, সাংবাদিক ইয়াছিন আল আমিন তন্ময় ও এম,এম গউছ দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সাংবাদিকতা পেশায় কাজ করে যাচ্ছেন।সাংবাদিক দের বিরুদ্ধে এমন মিথ্যে মামলা আমাকে হতাশ করেছে, আমি আশাবাদী তারা ন্যায় বিচার পাবে।
সাংবাদিক ইয়াসিন তন্ময় জানান,আমাকে হয়রানির করার জন্য এমন হাস্যকর মিথ্যা মামলায় জরানো হয়েছে। আশাকরি আমি ন্যায়বিচার পাব।
মাধবপুর থানার ওসি তদন্ত গোলাম কিবরিয়া হাসান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে মামলার তদন্তের পরে তারা নির্দোষ হলে অবশ্যই খালাস পাবে।
Post Views: 143