সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২০ই জানুয়ারী (বৃহস্পতিবার) বেলা ৩টায় উপজেলার তেকানি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের যৌথ উদ্যেগে এ প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
তেকানি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি পানাগাড়ি বাজার হয়ে আনোয়ার চেয়ারম্যানের বাজার পর্যন্ত গিয়ে শেষ হয় । মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে যুবলীগ সভাপতি আশরাফুল কবির শিহাবের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী মাস্টার,সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম সিবন চাকলাদার,সহ-সভাপতি আব্দুস সালাম বিএসসি,শাহীন আকতার,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মশিউর রহমান নয়ন, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান,উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সামিদুল ইসলাম শাকিল,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়াদ হক, ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন সহ প্রমুখ।
তেকানি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম সিবন চাকলাদার বলেন,”গত ১৫ই জানুয়ারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সারোয়ারের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের অতর্কিত হামলার ঘটনায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার এবং অপপ্রচার চালানো হচ্ছে,তাঁরই প্রতিবাদে আজকের প্রতিবাদ সভা ও মিছিল”।
তিনি আরও বলেন,কুচক্রী মহল অপপ্রচার বন্ধ না করলে কঠোর অবস্হানে যাবেন দলীয় নেতাকর্মীরা।