রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

দাকোপ থানায় হরিণের মাংসসহ কোস্ট গার্ডের অভিযানে আটক-১।

এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ / ৩৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি টহল দল গত সোমবার (১৭ জানুয়ারি) আনুমানিক রাত ১০ টায় খুলনা জেলার দাকোপ থানার চেয়ারম্যান ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৭ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারিকে আটক করেছে।

আটককৃত ব্যক্তি কালাবগী গ্রামের রহিম সানার পুত্র মোঃ জাফর সানা (৩৯)। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এক প্রেস নোটের মাধ্যমে জানানো হয়।

জব্দকৃত অবৈধ হরিণের মাংস এবং আটককৃত হরিণ শিকারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালাবগী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর