প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়ায় সিলেটের বালাগঞ্জ-দক্ষিন সুরমা ও ফেঞ্চুগঞ্জকে নান্দনিক উপজেলায় রুপান্তরের প্রত্যয়ে নিরলস ভাবে কাজ করার ধারাবাহিকতায় কুশিয়ারা ডাইক সংলগ্ন খছরুপুর জিসি পূর্ব পৈলনপুর-বালাগঞ্জ জিসি রাস্তার কাজ শুরুর মাধ্যমে কুশিরায়ারা পারের বাসিন্দাদের দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
নানা জটিলতায় আটকে থাকা কুশিয়ারা ডাইকের বালাগঞ্জ অংশের রাস্তার কাজের শুরুকে ঘিরে নদীর তীরবর্তী বাসিন্দাদের আনন্দের পাশাপাশি পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিনসহ স্থানীয়দের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় অনুষ্টিত হয় দোয়া মাহফিল।
শনিবার খছরুপুর জিসি পূর্ব পৈলনপুর-বালাগঞ্জ জিসি রাস্তার কাজ শুরু উপলক্ষ্যে অনুষ্টিত দোয়া মাহফিল পূর্বে অনুষ্টিত সভায় প্রধান অতিতির বক্তব্যে প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন,আওয়ামীলীগ সরকার উন্নয়নের ধারাবাহিকতায় প্রতিটি গ্রাম এখন শহরে রুপান্তরিত হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের উপর আস্থা ও বিশ্বাসের প্রত্যয়ে এ অঞ্চলের বাসিন্দাদের ভোটে এমপি নির্বাচিত হওয়ার পর জনকল্যানকর কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছি।
প্রানিসম্পদ উপ-মন্ত্রী সম্প্রতি এলাকা ঘুরে সিলেট ৩ আসনে নদী ভাঙ্গন রোধে তাৎক্ষনিক সাড়ে ৭ কোটি টাকা ফান্ড দিয়েছেন। এখন কুশিয়ারা নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবেন নদীর পারের বাসিন্দারা।এছাড়া বালাগঞ্জের অর্থনীতিক গতিশিলতা ফিরিয়ে আনতে কুশিয়ারা নদীর উপর ব্রিজ নির্মানসহ বিভিন্ন উদ্যোগের পরিকল্পনা নেয়া হচ্ছে।সংশ্লিষ্টদের গাফলাতির কারণে বিগত ৭ বছর ধরে খছরুপুর জিসি পূর্ব পৈলনপুর-বালাগঞ্জ জিসি রাস্তার কাজ বন্ধ থাকার পর আজ শুরু করতে পেরে সাধারন জনগনের পাশাপাশি আমিও আনন্দিত।সল্প সময়ের মধ্যে রাস্তার ৬ কিলোমিটার এলাকার কাজ সম্পন্নের পাশাপাশি বাকি ৬ কিলোমিটার রাস্তার কাজের ফেব্রুয়ারী মাসে টেন্ডারের ব্যবস্থা নেয়া হচ্ছে। এপ্রিল মাসে মাননীয় প্রধানমন্ত্রী রাস্তাটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান তিনি।
সিলেটের নির্বাহী প্রকৌশলী এনামুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন চেয়ারম্যান আনহার মিয়া,যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক সামসুল হক শাহ আলম, সিলেট সরকারী কলেজের সাবেক জি এস ও কলামিস্ট তৌহিদ ফিত্রাত, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান,উপজেলা প্রকৌশলী মুস্তাকিম সাইদ শরিফ,পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহিবর রহমান ইয়াওর, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা ছইল এ মুমিন, ইউপি সদস্য আসাদুর রহমান প্রমুখ।
ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ এহিয়া সুজন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ লিঠনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নছির বিল্লাহ ও গীতা পাঠ করেন পংকজ দাশ।সভা শেষে প্রধানমন্ত্রীর দির্ঘাযু কামনা করে দোয়া পরিচালনা করেন পূর্ব পৈলনপুর জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন। অনুষ্ঠানে আওয়ামীলীগ অংঙ্গ সংগঠনসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।