পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ব্যতিক্রমি এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে স্বাস্থবিধি মেনে ইউনিটির মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। এতে ইউনিটির সকল সদস্যরা অংশগ্রহন করেন।
এ উৎসবে বাংলার গ্রামীন ঐতিহ্য বজায় রেখে চিতই, পাটিসাপটা, পোয়া (তেলের পিঠা), ভাঁপা, পাক্কন, নারকেলের পুলি পিঠাসহ বাহারি রকমের পিঠার আয়োজন করা হয়। এছাড়াও ব্যতিক্রমি এ অনুষ্ঠানে মুখরোচক পিঠার স্বাদ উপভোগ ও চা পানের পাশাপাশি উপস্থিত সবাইকে ভাটির সুরে পল্লীগীতি,ভাওয়াইয়া ও দেশের গান পরিবেশন করে ইউনিটির সদস্যরা।
এসময় লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম,উপজেলা তহসিলদার আবদুস জব্বার আকন,কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি বাবু উত্তম কুমার হাওলাদার,সহ-সভাপতি আসলাম শিকদার,সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু,নির্বাহী সদস্য সাইফুল ইসলাম রয়েল,অর্থ সম্পাদক ফরাজী মোহাম্মদ ইমরান,সাহিত্য সম্পাদক রেহান উদ্দিন রেহান,ভোরের সময় কলাপাড়া প্রতিনিধি সৈয়দ রাসেলসহ ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উৎসব শেষে চালের গুড়ার পিঠা ও হাঁসের মাংস দিয়ে নৈশভোঁজ অনুষ্ঠিত হয়।