হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী কালিকাপুর থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই মোটরসাইকেল আরোহী পাচারকারিকে শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই বাবুল চৌধুরী ভারতীয় ৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আরোহী ইসমাইল মিয়া (২৩) ও আব্দুল ওয়াহেদকে (৪৮) আটক করে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ করে।
শুক্রবার তাদের আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।ধৃত ইসমাইল ভৈরবের কালিপুর এলাকার মৃত মজিবুর মিয়ার ছেলে ও আব্দুল ওয়াহেদ সুনামগঞ্জের গদারচর দক্ষিন পাড়ার আব্দুর রহিমের ছেলে।
এই বিষয়ে কথা হয়” মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
Post Views: 173