মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

ওসমানীনগরে পুষ্টি সমন্বয় কমিটির সভা।

মোঃ জিতু আহমেদ, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ / ২০৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’শ্লোগানকে সামনে নিয়ে সূচনা: বাংলাদেশে অপুষ্টি প্রতিরোধের প্রয়াস প্রতিপাদ্যে সিলেটের ওসমানীনগরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা রায়হানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার,প্রানী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদার,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ,সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্ত,তথ্য কর্মকর্তা রুহানী আক্তার,মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসনিম, মেডিকেল অফিসার ডা: সাকিব আব্দুল্লাহ, এস ও এস শিশু পল্লী সিলেটের সহকারী পরিচালক মাজাহারুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির উপজেলা সম্বনয়কারী মো: মিজানুল হক,নিউট্রেশন অফিসার ঝন্টু লাল পাল,আই ডি ই প্রতিনিধি শাহিনুর হাসান প্রমুখ।

সভায় উপজেলার প্রান্তিক জনগোষ্টির মধ্যে পুষ্টি বিষয়ের সচেতনা বৃদ্দির আহব্বানে বক্তারা বলেন,সুস্বাস্থ্য ও সুস্থ মনের অধিকারী হতে হলে পুষ্টিকর সুষম খাদ্যে চাহিদ পূরনে সবাইকে সচেতন হতে হবে। মা ও শিশুর পুষ্টির সাথে সাথে বাড়ন্ত ও কৈশোর বয়সের ছেলে-মেয়েদের পুষ্টির দিকেও গুরুত্ব দিতে হবে। দেশের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির গুরুত্ব অপরিহার্য। করোনার ৩য় ধাপ ওমিক্রন প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিধি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

ওসমানীনগরের প্রতিটি গ্রামের বাসিন্দাদের অপুষ্টি দূরীকরনে সম্মেলিত প্রচেষ্টার বাস্থবায়নে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর