মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

তারকাদের দিক থেকে এগিয়ে মিশা সওদাগর-জায়েদ খানের প্যানেল।

বিনোদন ডেস্কঃ / ১৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্কঃ আগামী ২৮ জানুয়ারী অনুষ্ঠিতব্য চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে।একটি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল অপরটি মিশা সওদাগর-জায়েদ খানের প্যানেল। ইতি মধ্যে উভয় প্যানেলের প্রার্থীরা ভোট ও সমর্থনের যুদ্ধে নেমেছে।

তবে তারকাখ্যাত ও প্রভাবশালী প্রার্থীর বেশিরভাগকে দেখা যাবে মিশা সওদাগর-জায়েদ খানের প্যানেলে।এ প্যানেল থেকে যারা নির্বাচন করবেন তাদের একটি তালিকা তৈরীর কথা উল্লেখ করেন জয়েদ খান।

তার ভাষ্যমতে মৌসুমি, সুচরিতা, অঞ্জনা, রোজিনা,অরুণা বিশ্বাস, ডিপজল, রুবেল,বাপ্পা রাজ,আলীরাজ,আলেকজ্যান্ডার বো,নাদের খান,জয়,সুব্রত, জ্যাকি,আলমগীর নাম রয়েছে।

অন্যদিকে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে রিয়াজ, ফেরদৌস, সাইমন,নতুনসহ বেশ কয়েক জন তারকার নাম রয়েছে। এ হিসেবে দেখা যাচ্চে প্রতিষ্ঠিত তারকা বিবেচনায় মিশা সওদাগর- জায়েদ খানের প্যানেল এগিয়ে রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর